আমাদের ডেলিভারি যেভাবে কাজ করে
ঢাকা সিটির জন্য-
ঢাকা সিটিতে আমরা সাধারনত “Pathao Currier”, “StedFast Currier” এবং আমদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে ডেলিভারি করে থাকি।
আমাদের অফিস থেকে কাছের লোকেশন এবং যেই এরিয়াতে বেশি ডেলিভারি থাকে ঐদিকে আমরা চেষ্টা করি আমদের নিজস্ব লোক দিয়ে ডেলিভারি দেয়ার। এতে করে ডেলিভারি নেয়ার সময় কোন সমস্যা বা কিছু না বুঝলে সাথে সাথেই সমাধান করা যায়।
ঢাকা সিটির বাহিরের জন্য-
আউটসাইড ঢাকা এর ক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার ব্যাবহার করি। সেই সাথে “Pathao Currier” দিয়েও ডেলিভারি দিয়ে থাকি। “Pathao Currier” দিয়ে আপনারা হোম ডেলিভারি পাবেন যদি তাদের জোন এর মদ্ধে হয়। এর বাইরে সুন্দরবন কুরিয়ার দিয়ে অদের অফিস গিয়ে পিক-আপ করতে পারবেন।
ডেলিভারি হতে কত সময় লাগে?
ডেলিভারির সময়সীমা নির্ভর করে আপনি আইটেমটি কোথায় ডেলিভার করতে চান তার উপর।
ঢাকার ভিতরে সাধারণভাবে, আমরা অর্ডার কনফার্ম করার পরের দিন ডেলিভারি করি। ব্যতিক্রমী ক্ষেত্রে, এটি ২ থেকে ৩ দিন বা তার বেশি সময় নিতে পারে সেক্ষেত্রে আমরা ইমেল বা ফোন কলের মাধ্যমে আপডেট জানাব।
ঢাকার বাইরে/পুরো বাংলাদেশস আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশের সমস্ত প্রধান শহরে ডেলিভারি করি, আপনার চেকআউটের সময় একটি আনুমানিক ডেলিভারি তারিখ দেওয়া হয়। বেশিরভাগ জাতীয় অর্ডার 2 থেকে 5 কার্যদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন। ব্যতিক্রমী ক্ষেত্রে, এটি আরও সময় নিতে পারে তবে চিন্তা করবেন না আমরা সর্বোত্তম চেষ্টায় থাকি যাতে আপনারা খুব দ্রুত ডেলিভারি পেয়ে যান।